New Update
/anm-bengali/media/post_banners/89eN4PM72nGSBveu88rr.jpg)
নিজস্ব সংবাদদাতা : হ্যাক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইটার অ্যাকাউন্ট। বিষয়টি নিশ্চিতভাবে ট্যুইট করে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। ট্যুইটে বলা হয়েছে, কিছু সময়ের জন্য প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। ট্যুইটার কর্তৃপক্ষকে বিষয়টি জানাতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সুরক্ষিত করা হয়েছে নরেন্দ্র মোদির ট্যুইটার অ্যাকাউন্টটি। একই সঙ্গে সকল ট্যুইটার ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, হ্যাকড অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ গেলে তা যেন তারা উপেক্ষা করেন। অ্যাকাউন্ট হ্যাকের পর প্রথম যে ট্যুইটটি করা হয় তা অবশ্য ডিলিট করে দেওয়া হয়েছে।বিট কয়েন নিয়ে করা হয়েছিল ট্যুইটটি। এরপর ওই ট্যুইটটাই রিট্যুইট করা হয়। সেটিও ডিলিট করে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us