/anm-bengali/media/post_banners/qfEBX09jNau0bFplLjOJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উপত্যকা থেকে উচ্ছেদ হওয়া কাশ্মীরি পণ্ডিতদের নিজেদের জমিতে ফিরে আসার পথে কেউ বাধা হতে পারবে না। আর তাঁদের জাতিগতভাবে নির্মূল করে দেওয়ার চক্রান্তকারীরা কোনওদিনই জম্মু ও কাশ্মীর পাবে না। শনিবার এমনটাই বললেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা। তিনি অবশ্য এও বলেন, এখনই কাশ্মীরি পণ্ডিতদের ফিরে আসার জন্য সঠিক সময় নয়। উপত্যকায় দুটি সম্প্রদায়ের মধ্যে ঘৃণার পরিবেশ তৈরি করে রাখা হয়েছে রাজনৈতিক ফায়দার জন্য। ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে এই পরিবেশ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, “(কাশ্মীরি) মুসলমানরা আপনাকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি। যারা এর পিছনে, তাঁরা ভাবছিল যে এই জাতিগত নির্মূলের মাধ্যমে কাশ্মীর তাঁদের হয়ে যাবে। আমি এই পরিস্থিতি বদলে দেব। আসমান জমিন এক করে দিলেও জম্মু ও কাশ্মীর কখনোই তাঁদের হবে না।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us