New Update
/anm-bengali/media/post_banners/NA17DkDLfnA48RVk62cp.jpg)
রাহুল পাসয়ান,আসানসোলঃ কয়লা কান্ডে ধৃত বিকাশ মিশ্রকে আসানসোল আদালতে পেশ করা হলো। শনিবার সন্ধ্যায় ধৃত বিকাশ মিশ্রকে কোলকাতা থেকে নিয়ে এসে আসানসোল আদালতে পেশ করে সিবিআই এর আধিকারিকরা। এদিন আদালতের বিচারক বিকাশ মিশ্রকে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে কয়লা কান্ডে বিকাশ মিশ্রের অন্তর্বর্তী কালিন জামিন খারিজ করে দেন বিচারক। এরপরই শুক্রবারই সিবিআই গ্রেফতার করেছিলো। এদিন বিকাশ মিশ্রকে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সোমবার বিকাশ মিশ্রকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us