New Update
/anm-bengali/media/post_banners/N9fS7F05FLWK8a8zIvm0.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ডার্বি জয়ের পর থেকে আর জয়ের মুখ দেখেনি মোহনবাগান। পর পর মুম্বই ও জামশেদপুরের কাছে মুখ থুবড়ে পড়েছে। আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে গোয়ার মাঠে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে চেন্নায়িনের সঙ্গে। এই মুহূর্তে সবুজ-মেরুন বাহিনী লিগ তালিকার ৬নম্বরে আছে। নিজের স্থান উপরে আসতে তাই মরিয়া বাগান-বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us