নিজস্ব সংবাদদাতাঃ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। সিডিএসের মৃত্যুতে স্বাভাবিকভাবেই দেশ জুড়ে শোকের ছায়া। সেই আবহেই শোকবার্তা এল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, সিডিএস রাওয়াতে মৃত্যু দুই দেশের পক্ষেই সমান ক্ষতির।