নিজস্ব সংবাদদাতাঃ এবার একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। শহরকে প্রযুক্তি দিয়ে মুড়ে ফেলাই তাঁদের মূল লক্ষ্য। মূলত বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে শহরের উন্নয়নের বার্তা দিয়েছে কংগ্রেস। রয়েছে বস্তি উন্নয়ন, পরিবেশ ও পরিকাঠামোগত উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তাই নয়, সরকারি স্কুলগুলিকে স্মার্ট স্কুলে রূপান্তরিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে।