New Update
/anm-bengali/media/post_banners/7mOpe2YbVqpzscGNTu0J.jpg)
দিগবিজয় মাহালী,ঘাটালঃ জাওয়াদের জেরে ভারী বৃষ্টি আর তাতেই ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষ থেকে শুরু করে সবজি চাষিদের । চাষীদের এই ক্ষতিপূরণের দাবি নিয়ে ঘাটালে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল বিজেপি। ঘাটাল বিধানসভার বিজেপির পক্ষ থেকে ঘাটাল আড়গোড়া এক নম্বর চাথালে জমায়েত করা হয় সেখান থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট, ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রাম কুমার দে সহ বিজেপির কর্মী-সমর্থকরা।বিজেপি পক্ষ থেকে, সমস্ত আলু চাষীদের বিনামূল্যে বীজ ও সার দিতে হবে, ধান চাষীদের ক্ষতি নির্ধারণ করে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, বিভিন্ন সবজি চাষীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সহ একাধিক দাবি নিয়ে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us