/anm-bengali/media/post_banners/Bop4EvEDXgLQ0Mp9MplP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি মিস করলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু তাতেও অ্যাসেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মুখ হয়ে উঠলেন ওয়ার্নারই। যাঁকে নিয়ে দু’মাস আগেও তৈরি হয়েছিল সংশয়। যাঁর ব্যাটিং নিয়ে উঠেছিল প্রশ্ন। সেই তিনিই টি-২০ বিশ্বকাপের ম্যান অব দ্য সিরিজ। আর এবার অ্যাসেজের শুরু থেকেই কথা বলতে শুরু করল তাঁর ব্যাট। ১৭৬ বলে ৯৪ রানের ইনিংস খেলেন। ওয়ার্নার ও লাবুসেনের ১৫৬ রানের পার্টানারশিপ প্রথম অ্যাসেজ টেস্টে ইংল্যান্ডকে কোণঠাসা করে দিল। ইংল্যান্ড যখন চেপে ধরার চেষ্টা করছে তখন পাল্টা মার শুরু করলেন ট্রেভিস হেড। ১২টি চার ২টি ছয় দিয়ে দিনের শেষে ৯৫ বলে অপরাজিত ১১২ রান করেন। ইংল্যান্ড বোলারদের ওপর যেন বুলডোজার চালিয়ে দিলেন তিনি। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ১৯৭ রানে পেছনে ঠেলে দিয়েছে অজিরা। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩৪৩ রান বোর্ডে তুলেছে অজিরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us