New Update
/anm-bengali/media/post_banners/p6qTkqjzAokJqupzN8o4.jpg)
দিগবিজয় মাহালী,পূর্বমেদিনীপুরঃ সাইকেল আরোহী এক ছোট্ট বাচ্চাকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর পরিবারকে নিয়ে নয়ানজুলিতে নেমে যায়। কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে এসেছিলেন তাঁরা। মারিশদা থানার বেতলীয়ার কাছে ১১৬ বি জাতীয় সড়কে এই দুর্ঘটনার কবলে পড়তে হয় কলকাতা থেকে আসা যাত্রীবাহী ছোট গাড়িটিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এই গাড়িতে পাঁচজন ছিল। তাঁদের মধ্যে দুজন মহিলা ও তিন জন পুরুষ। তবে হতাহতের কোন খবর নেই।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মারিশদা থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us