মালিতে বোমা বিস্ফোরণে নিহত জাতিসঙ্ঘের ৭ শান্তিরক্ষী

author-image
Harmeet
New Update
মালিতে বোমা বিস্ফোরণে নিহত জাতিসঙ্ঘের ৭ শান্তিরক্ষী

নিজস্ব সংবাদদাতাঃ আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মালিতে রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে জাতিসঙ্ঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। বুধবার দেশটির মোপতি অঞ্চলের বাঙদিয়াগারা অঞ্চলে দুয়েনতজা ও সিভারে শহরের মধ্যবর্তী রাস্তায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।