অন্তঃসত্ত্বা নুসরতকে বিশেষ বার্তা যশের

author-image
Harmeet
New Update
অন্তঃসত্ত্বা নুসরতকে বিশেষ বার্তা যশের

​নিজস্ব সংবাদদাতাঃ নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার করেছেন নুসরত। দাবি করেছেন, তিনি নিখিলের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। যশের সঙ্গে নুসরতের বিশেষ সম্পর্কের কারণেই নাকি নিখিলের সঙ্গে তাঁর দাম্পত্যে ভাঙন ধরে, এ জল্পনাও বিভিন্ন মহলে তৈরি হয়। যদিও তা নিয়ে মুখ খোলেননি নুসরত। এমনকি তাঁর সন্তানের বাবা কে, তা নিয়েও কাউকে কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেননি। এ হেন পরিস্থিতিতে যশও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইঙ্গিতবাহী বার্তা দিচ্ছেন।শুক্রবার সোশ্যাল ওয়ালে নিজের একটি ছবি শেয়ার করে যশ লেখেন, ‘হোয়েনএভার ইউ স্ট্যান্ড, বি দ্য সোল অফ দ্যাট প্লেস’। বিখ্যাত কবি রুমির লেখা একটি লাইন শেয়ার করেছেন। এ কথা তিনি বিশেষ কারও উদ্দেশ্যে বলেছেন কি না, তা স্পষ্ট করেননি।



আরও খবরঃ 

https://anmnews.in/Home/GetNewsDetails?p=5283


For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm