New Update
/anm-bengali/media/post_banners/94jMtckXRBYyKZzir1VZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির নেতৃত্ব থেকে ১৬ বছর পর বিদায় নিলেন এঞ্জেলা মার্কেল। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগ এসপিডি দলের ওলাফ শলৎসকে চ্যান্সেলর নির্বাচিত করেছে। তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে।বুন্ডেসটাগ সকালে গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনো বিতর্কও হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us