New Update
/anm-bengali/media/post_banners/KSKwFo7zxDfxsvnIcimR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় ক্রিকেট দলে এবার বড় ঘোষণা। এবারে টি-২০র পাশাপাশি ওডিআই দলের অধিনায়কের মুকুটও গেল রোহিত শর্মার মাথায়। টি-২০ বিশ্বকাপের পরই ভারতের অধিনায়কত্ব ছাড়বেন বলে জানিয়েছিলেন বিরাট কোহলি। তবে ওডিআই-এর দায়িত্ব কোহলি ছাড়বেন কিনা তা রটনার স্তরেই ছিল। কিন্তু সেই রটনা আজ ঘটনায় রূপান্তরিত হল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us