New Update
/anm-bengali/media/post_banners/lswKcoxNj8Z0ddd9dRe5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যদি মিলন পরবর্তী অবসাদ বা পোস্ট সেক্স ব্লুজ খুব একটা চিন্তার বিষয় না, তবুও মাত্রাতিরিক্ত কোনও কিছুই ঠিক নয়। অনেকসময়েই অনেকে এই পোস্ট সেক্স ব্লুজ-এর সমস্যার কারণে মিলনে অনাগ্রহী হয়ে পড়েন এবং এটি কিন্তু একটি সুস্থ সম্পর্কে চিড় ধরাতে পারে যে-কোনও সময়ে। কাজেই যদি কখনও আপনার বা আপনার সঙ্গীর মনে হয় যে, কোনও কারণে মিলনে সমস্যা দেখা দিচ্ছে, নিজেরা ডাক্তারি না ফলিয়ে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us