পোস্ট সেক্স ব্লুজ থেকে কীভাবে মুক্তি পাবেন!

author-image
Harmeet
New Update
পোস্ট সেক্স ব্লুজ থেকে কীভাবে মুক্তি পাবেন!

নিজস্ব সংবাদদাতাঃ যদি মিলন পরবর্তী অবসাদ বা পোস্ট সেক্স ব্লুজ খুব একটা চিন্তার বিষয় না, তবুও মাত্রাতিরিক্ত কোনও কিছুই ঠিক নয়। অনেকসময়েই অনেকে এই পোস্ট সেক্স ব্লুজ-এর সমস্যার কারণে মিলনে অনাগ্রহী হয়ে পড়েন এবং এটি কিন্তু একটি সুস্থ সম্পর্কে চিড় ধরাতে পারে যে-কোনও সময়ে। কাজেই যদি কখনও আপনার বা আপনার সঙ্গীর মনে হয় যে, কোনও কারণে মিলনে সমস্যা দেখা দিচ্ছে, নিজেরা ডাক্তারি না ফলিয়ে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।