পোস্ট সেক্স ব্লুজ-এর কারণ কী?

author-image
Harmeet
New Update
পোস্ট সেক্স ব্লুজ-এর কারণ কী?

নিজস্ব সংবাদদাতাঃ কথাটা ‘শারীরিক মিলন’ হলেও, শুধুমাত্র শরীর নয়, মনের মিলনও কিন্তু এই সময়ে অত্যন্ত জরুরি। অনেকসময়ে দেখা যায় যে, দু’জনের সম্মতিতেই মিলন হলেও কোনও এক সময়ে যে-কোনও একজনের মন অন্য কোথাও অকারণেই বিচরণ করছে। ফলস্বরূপ, মিলনে শরীর সায় দিলেও মন থাকে না। আবার অনেকসময়ে অন্য কোনও কারণেও মিলনের পরে একটা অবসাদ ঘিরে ধরতে পারে। শুধু মহিলাদের নয়, পুরুষদেরকেও কিন্তু অনেকসময়েই পোস্ট সেক্স ব্লুজ-এর সমস্যায় পড়তে হয়।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানসিক মিলন বা ইমোশনাল বন্ডিং ছাড়াই দু’জন মানুষ শারীরিক মিলনে রত। ইমোশনাল বন্ডিং যে-কোনও একজনের তরফে নাও থাকতে পারে। এরকম পরিস্থিতিতেও অনেকসময়ে যিনি মানসিকভাবে তাঁর সঙ্গীর সঙ্গে যুক্ত নন, মিলনের পর তাঁর মধ্যে পোস্ট সেক্স ব্লুজ দেখা দিতে পারে। অনেকসময়ে একটা অপরাধবোধও কাজ করে এরকম পরিস্থিতিতে, কাজেই শারীরিক মিলনের পরে অ্যাংজাইটি বা মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে।
মহিলাদের ক্ষেত্রে পোস্ট সেক্স ব্লুজ-এর আরও একটি কারণ হতে পারে শরীরের হরমোনের ভারসাম্য ঠিক না থাকা। মহিলাদের শরীরে ডোপামাইন নামে একটি হরমোন রয়েছে যা মিলনের পরে (অনেক সময়ে অর্গাজমের আগে) নিঃসৃত হয়, কিন্তু সেই সঙ্গে হরমোন প্রোল্যাকটিনও নিঃসৃত হয়। হরমোন প্রোল্যাক্টিন যদি বেশি থাকে, সেক্ষেত্রে অনেকসময়ে মিলনের পর মহিলাদের অবসাদ, মাথা ব্যথা বা বিরক্তি আসাটা খুব স্বাভাবিক।