পাল্টা ঢেউয়ের ঝাপ্টা দিল গোয়াও

author-image
Harmeet
New Update
পাল্টা ঢেউয়ের ঝাপ্টা দিল গোয়াও



নিজস্ব সংবাদদাতাঃ জমে উঠেছে ইস্টবেঙ্গল ও গোয়া এফসির ম্যাচ। মাঠে নামার কিছুক্ষণের মধ্যে জাত চেনায় গোয়ার নগুয়েরা। পাল্টা গোল দেয় ইস্টবেঙ্গলের পেরোসেভিচও। কিন্তু ৩৬মিনিটের মাথায় আবারও দ্বিতীয় গোল দেয় গোয়ার অরটিজ। গোয়া এখনও পর্যন্ত ২-১ গোলে এগিয়ে আছে।