New Update
/anm-bengali/media/post_banners/8TWCiBf1EFby7nXw4zdF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হঠাৎ করে যদি সামনে এসে দাঁড়ান কুড়ি বছর আগের সেই বন্ধুরা? যাঁরা শুধু জানেন আপনার প্রথম সব কিছু। পুরনো বন্ধুদের সঙ্গে যদি আবার দেখা হওয়ার সুযোগ পাওয়া যায়! দলবেঁধে দলছুট হওয়ার মতো পরিস্থিতি যদি তৈরি হয়! তাহলে? চোখের সামনে ফুটে উঠবে সেই সব ফেলে আসা দিন। পুরনো বন্ধুত্বের মাঝে নতুন কিছুর ঝলকানি দেখা যেতে পারে! এরকম গল্প নিয়েই সিনেমার পর্দায় হাজির হচ্ছে ‘আবার বছর কুড়ি পরে’। ছবির পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার। এক ঝলকেই নজর কাড়ল পুরনো বন্ধুত্বের নতুন গল্প।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us