কেন আজ গুগল ডুডলে চলছে পিৎজা সেলিব্রেশন?

author-image
Harmeet
New Update
কেন আজ গুগল ডুডলে চলছে পিৎজা সেলিব্রেশন?

নিজস্ব সংবাদদাতাঃ গুগল ডুডলে ক্লিক করলেই পাবেন পিৎজা! সোমবার দিনভর এই চর্চাতেই সরগরম ছিল নেটদুনিয়া। ব্যাপারটা কী? কেন গুগল ডুডলে আজ ‘পিৎজা পার্টি’ চলছে? অনেকের মনেই উঁকি মেরেছে এমন প্রশ্ন। উত্তরটা তাহলে জানিয়েই দেওয়া যাক। আসলে গুগলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ২০০৭ সালে আজকের দিনেই ইউনেসকোর পক্ষ থেকে ‘ দ্য কুলিনারি আর্ট অফ নেপোলিটান ‘পিৎজাউলো’-র সফর শুরু হয়েছিল। সেই কারণেই বিশ্বের সবথেকে জনপ্রিয় খাবার পিৎজাকে নিয়ে চলছে সেলিব্রেশন। কী এই ‘দ্য আর্ট অফ নেপোলিটান পিৎজাউলো’? নেপলসে শুরু হওয়া এই দ্য আর্ট অফ নেপোলিটান পিৎজাউলো’তে চারটি ধাপে পিৎজা তৈরির ডো বেক করে তৈরি হত। ব্যবহার করা হত কাঠের উনুন। পিৎজা তৈরির এই পদ্ধতিই এখনও গোটা বিশ্বে অনুসরণ করে চলে। অজানা তথ্য়ের সঙ্গে মজার গেমের এই কম্বিনেশন মনে ধরেছে ইউজারদের।