সাদা চাদরে ঢাকল উপত্যকা

author-image
Harmeet
New Update
সাদা চাদরে ঢাকল উপত্যকা

নিজস্ব সংবাদদাতাঃ  সাদা বরফের চাদরে ঢেকেছে চারিদিক। পুঞ্চ সহ কাশ্মীরের একাধিক জায়গায় প্রবল তুষারপাত। শনিবারই আবহাওয়া দফতর জানিয়েছিল আগামী দুদিন তুষারপাত হবে উপত্যকায়। পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত তুষারপাত হয়।গতকাল উত্তর কাশ্মীরে ৭ থেকে ৮ ইঞ্চি পুরু তুষারপাত হয়। সোনামার্গে বরফের চাদর এতটাই পুরু ছিল যে পায়ের পাতা প্রায় ঢুকে গিয়েছিল। গতকাল গুলমার্গে রেকর্ড তাপমাত্রা পতন হয়। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক সপ্তাহ ধরে প্রবল ঠাণ্ডা কাশ্মীরে। গত দুদিনের তুষারপাতের জেরে বন্ধ একাধিক রাস্তা।