নিজস্ব সংবাদদাতাঃ একটি স্টাডিতে পাওয়া গিয়েছে, পুরুষ ও মহিলার যৌন খিদে বা ইচ্ছের সময় পৃথক হয়। এই স্টাডি অনুসারে, মহিলাদের যৌন ইচ্ছে সন্ধের সময় সবচেয়ে বেশি হয়। পুরুষদের যৌন ইচ্ছে সকালে বা ভোরের দিকে সবচেয়ে বেশি থাকে। এই স্টাডি আরও জানাচ্ছে, বেশির ভাগ দম্পতি রাত ৯টা থেকে আরও গভীর রাতে যৌনতায় লিপ্ত হন।