New Update
/anm-bengali/media/post_banners/ClBTViF39klh9Np84gFY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ড ম্যাচ থেকে হারিয়ে গেছে। এখনও খেলা বাকি দুটো দিন। অর্থাত্ ১৮০ ওভার। আর ভারতের ম্যাচ ও সিরিজ জিততে চাই মাত্র ৫ উইকেট। প্রথম ইনিংসে ভারত যেখানে শেষ করেছিল তাতে কিউয়িদের ফলো-অন করালে হয়তো আজই ম্যাচ শেষ হয়ে যেত। তবে ভারত অধিনায়কের ইচ্ছে ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার। সেটাই করলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৭০ ওভার ব্যাটিং করল ভারত। টিম ইন্ডিয়ার লিড ৫৩৯ রানের। নিউজিল্যান্ডের ম্যাচ জিততে চাই ৫৪০ রান। তৃতীয় দিনে ৪৫ ওভার ব্যাট করলেন নিউজিল্যান্ডের ব্যাটররা। যার মধ্যে মাত্র ১০ ওভার পেসারদের হাত থেকে এল। বাকিটা স্পিন। আর তাতেই ঘায়েল রস টেলররা। ১৪০ রান বোর্ডে তুলতেই ৫ উইকেটের পতন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us