মারণ ভাইরাসের তৃতীয় ঢেউও আছড়ে পড়বে ভারতে?

author-image
Harmeet
New Update
মারণ ভাইরাসের তৃতীয় ঢেউও আছড়ে পড়বে ভারতে?

নিজস্ব সংবাদদাতাঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে কেঁপে গিয়েছিল গোটা দেশ। সেই পরিস্থিতি সামলানোর পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, তবে কি মারণ ভাইরাসের তৃতীয় ঢেউও আছড়ে পড়বে ভারতে? পড়লেও তার প্রভাব কতখানি হবে? ফের কি লকডাউনের পথে হাঁটতে হবে কেন্দ্রকে? এবার সেই প্রশ্নের জবাব দিলেন আইআইটি কানপুরের অধ্যাপক। বর্তমানে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন আতঙ্কের নাম ওমিক্রন। কোভিডের অতি শক্তিশালী এই স্ট্রেন ইতিমধ্য়েই হানা দিয়েছে একাধিক রাজ্যে। আর তাঁরই মধ্যে তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন আইআইটি কানপুরের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল। দীর্ঘদিন মহামারি নিয়ে গবেষণা করছেন তিনি। সেই অধ্যাপকই জানালেন, করোনার তৃতীয় ঢেউ থেকে হয়তো রেহাই পাবে না দেশ। তবে এর প্রভাব একেবারেই দ্বিতীয় ঢেউয়ের মতো হবে না। আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে।