/anm-bengali/media/post_banners/lrqCKTTycIiJ4SwLeqor.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপ রূপে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বিরাজ করছে। এই অতি গভীর নিম্নচাপ আগামী ৩ ঘণ্টায় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ওড়িশা উপকূল ধরে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে রাতে আরও শক্তি হারাবে নিম্নচাপ । ৫ ডিসেম্বর, রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। বাকি দক্ষিণের জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলছে । আগামিকাল শুধু পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ৭ ডিসেম্বর, মঙ্গলবার থেকে আবহাওয়ায় উন্নতি হতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে আজ রাত থেকে আগামিকাল সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হবে। ১১ ডিসেম্বর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us