টিকাকরণে নয়া নজির গড়ল দেশ

author-image
Harmeet
New Update
টিকাকরণে নয়া নজির গড়ল দেশ

নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন আতঙ্কের মধ্যেই সুখবর। টিকাকরণের নতুন মাইলফলক ছুঁয়ে ফেললো দেশ। ভারতে এই মুহূর্তে টিকার দু’টি ডোজ নিয়ে ফেলেছেন দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এদিন জানিয়েছেন, ”এটা একটা গৌরবের মুহূর্ত। দেশের প্রাপ্তবয়স্ক জনতার ৫০ শতাংশেরই টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে।”  ইতিমধ্যেই ইউরোপ ও উত্তর আমেরিকার ক্ষেত্রে যথাক্রমে ৬২ ও ৭৮ শতাংশ মানুষ টিকার সম্পূর্ণ ডোজ পেয়ে গিয়েছেন। টিকাকরণ শুরুর ১১ মাসের মধ্যেই এবার ভারতও ৫০ শতাংশকে ছুঁয়ে নয়া নজির গড়ল। ওমিক্রন আতঙ্কের মধ্যে টিকাকরণে বাড়তি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। শুধু গত ২৪ ঘন্টাতেই দেশে টিকা পেয়েছেন এক কোটির বেশি মানুষ। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ১২৭ কোটি ৬১ লক্ষ ৮৩ হাজার ৬৫টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ কোটি ৪ লক্ষ ডোজ দেওয়া হয়েছে গতকাল।