নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে প্রথমবার ধরা পড়ল ওমিক্রন সংক্রমণ। এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। যিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তিনি তানজানিয়া থেকে ফিরেছেন। দিল্লির এলএনজিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জানিয়েছেন, বিগত কয়েকদিনে বিদেশ থেকে দিল্লিতে আসা ১৭ জনের টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় তাদের ওই একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।