তদন্ত শুরু রোনাল্ডো-কে নিয়ে

author-image
Harmeet
New Update
তদন্ত শুরু রোনাল্ডো-কে নিয়ে



নিজস্ব সংবাদদাতাঃ জুভেন্টাস থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র দলবদল নিয়ে তদন্ত শুরু করেছে ইটালি পুলিশ। জুভেন্টাস ক্লাব নিজেরাই এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। সেই বিবৃতিতে তাঁরা লিখেছেন, " পুলিশের পক্ষ থেকে নতুন করে তল্লাসির নোটিশ জারি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করার পর নতুন করে কোনো অভিযোগ আনা হয়নি। কিন্তু তদন্ত প্রক্রিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র দলবদলও অন্তর্ভুক্ত হয়েছে।"