নিজস্ব সংবাদদাতাঃ দীঘার পাশাপাশি খেজুরির সমুদ্র উপকূলবর্তী এলাকা পরিদর্শন করলেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক। মসনদী আলাঘাট পরিদর্শন করার পাশাপাশি, প্রতিটি মানুষের সমস্যার কথা শোনেন তিনি। জাওয়াদের দমকা ঝোড়ো হাওয়ার প্রভাব পড়ার পূর্বে খেজুরির সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষজনদের সতর্ক করলেন তিনি। পাশাপাশি দুর্যোগের সময় তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। কোনও প্রকার সমস্যা হলে তা দ্রুততার সাথে সমাধান করার আশ্বাস দেন বিধায়ক শান্তনু প্রামাণিক।