নিজস্ব সংবাদদাতাঃ বড়সড় দুর্ঘটনার খবর। বাস ও টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় পনেরো জন। তাঁদের প্রত্যককে উদ্ধার করে হাসপাতালে পাঠনো হয়েছে। জানা গিয়েছে, আমতা – সাঁকরাইল রুটে একটি বাস প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে আমতার দিকে যাচ্ছিল। এরপর চাখানার কাছে উল্টো দিক থেকে আসা একটি টাটা সুমো নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে।