/anm-bengali/media/post_banners/rUTCeGjmqOCh8AqsT3CD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দ্রুত গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। অন্ধ্রপ্রদেশ, বাংলা, ওডিশাজুড়ে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। সেইসঙ্গে কোটালের জেরে বিভিন্ন নদীর জলস্তর বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বড় রকমের দুর্ঘটনা এড়াতে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল রেল। আপ ও ডাউন মিলিয়ে ৪৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। জাওয়াদের কারণে বাতিল করে দেওয়া হল ৯৬টি ট্রেন। জেনে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।
১. হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস।
২. চেন্নাই-হাওড়া ডাউন করোমণ্ডল এক্সপ্রেস।
৩. হাওড়া-এরনাকুলাম এক্সপ্রেস।
৪.হাওড়া-চেন্নাই মেল এক্সপ্রেস।
৫. হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস।
৬. হাওড়া-ভাস্কো দ্য গামা অমরাবতী এক্সপ্রেস।
৭. জয়নগর-পুরী এক্সপ্রেস।
৮. হাওড়া-পুরী জগন্নাথ এক্সপ্রেস।
৯. পুরী-হাওড়া ডাউন ট্রেন।
১০. হাওড়া-চেন্নাই করোমণ্ডল এক্সপ্রেস।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us