দক্ষিণ-পূর্ব এশিয়াও তৈরি থাকুক

author-image
Harmeet
New Update
দক্ষিণ-পূর্ব এশিয়াও তৈরি থাকুক


নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন নিয়ে এখন হাজারো প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, বিটা বা ডেল্টা স্ট্রেনের তুলনায় ওমিক্রন অন্তত তিন-চার গুণ বেশি সংক্রামক। তাঁদের আশঙ্কা, আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপ-সহ গোটা বিশ্বে দাপট দেখাবে ওমিক্রন। ফলত দক্ষিণ-পূর্ব এশিয়াকেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু আরও জানিয়েছে, ডেল্টা ঠেকাতে যা যা পন্থা নেওয়া হয়েছিল, সেগুলো ওমিক্রন ঠেকাতেও কাজে আসবে। টিকা নেওয়া থাকলে অসুস্থতার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন চিকিৎসকেরা।