ওমিক্রন নিয়ে নবান্নকে চিঠি কেন্দ্রের, জারি একাধিক নির্দেশিকা

author-image
Harmeet
New Update
ওমিক্রন নিয়ে নবান্নকে চিঠি কেন্দ্রের, জারি একাধিক নির্দেশিকা

নিজস্ব সংবাদদাতাঃ ইতিমধ্যেই কর্নাটক ও নয়াদিল্লিতে রক্তচক্ষু দেখিয়েছে নয়া ভাইরাস ওমিক্রন। তাতেই নড়ে গিয়েছে দেশের স্বাস্থ্যের পরিকাঠামোর পিলার। পরিস্থিতি বেগতিক দেখে নয়া গাইডলাইন জারি করেছে কেন্দ্রীয় সরকার। রীতিমতো চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। এই চিঠি পাওয়ার পরই কড়া পদক্ষেপ করল নবান্ন। এমনকী নির্দেশিকা জারি করা হল, বাইরে থেকে আসা যাত্রীদের আরটি–পিসিআর পরীক্ষা অবশ্যই করাতে হবে। রিপোর্ট নেগেটিভ এলেও ৭ দিন থাকতে হবে আইসোলেশনে। এদিন প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। সেখানে পরীক্ষার হার বাড়িয়ে হটস্পট এলাকা চিহ্নিত করতে বলা হয়েছে। প্রয়োজনীয় কোয়ারেন্টাইন থেকে করোনাভাইরাস আক্রান্তদের আইসোলেশনে রাখার কথা বলা হয়েছে। যদি প্রয়োজন পড়ে তাহলে কনটেইনমেন্ট জোন করার কথাও বলা হয়েছে চিঠিতে।