New Update
/anm-bengali/media/post_banners/9SmaXXEF3FRQxoOWkbiN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিবিআই-এর পর এবার লালা ঘনিষ্ঠ ৪ ব্যবসায়ীকে তলব করল ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। জানা গিয়েছে, লালা ঘনিষ্ঠ জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, নিরোদ মণ্ডল ও গুরুপদ মাঝিকে তলব করে ইডি। এই ৪ জনকেই দিল্লির ইডি দফতরে তলব করা হয়েছে। উল্লেখ্য, এই ৪ জনকেই কয়লাকান্ডে সিবিআই আগে গ্রেফতার করে। সম্প্রতি তাঁরা জামিন পান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us