বিয়ের পরও সুযোগ পেলে হস্তমৈথুন করেন!

author-image
Harmeet
New Update
বিয়ের পরও সুযোগ পেলে হস্তমৈথুন করেন!

নিজস্ব সংবাদদাতাঃ হস্তমৈথুন বা স্বমোহন শব্দটা শুনলেই লোকে একেবারে ছ্য়াঁ ছ্য়াঁ করে ওঠেন। নীতি পুলিশরা তো হই হই শুরু করে দেন। যেন পাপের অপর নামই হস্তমৈথুন। তবে জানেন কি? বিশেষজ্ঞরা বলছেন, পুরুষ ও মহিলারা হস্তমৈথুন না করলেই বিপদ। এতে শরীর ও মনের ক্ষতি হতে পারে। তবে সে কথা এখন থাক। বরং হস্তমৈথুন নিয়ে চলে আসা দীর্ঘদিনের এক ভুল ধারণাকে ভাঙার জন্য়ই এই প্রতিবেদন।অনেকে মনে করেন, বিয়ের আগে যদিও বা হস্তমৈথুন করা যায়, বিয়ের পরে নৈব নৈবচ। কারণ, এতে নাকি স্বামী বা স্ত্রীকে অপমান করা হয়। তাঁদের বিশ্বাস ভঙ্গ করা হয়!মনোবিদরা বলছেন, বিয়ে, সম্পর্ক এগুলোর সঙ্গে হস্তমৈথুনের কোনও যোগাযোগ নেই। কারণ, হস্তমৈথুন একেবারেই শরীরি এক প্রক্রিয়া। যার সঙ্গে প্রেম, ভালবাসার কোনও সম্পর্ক নেই।