New Update
/anm-bengali/media/post_banners/XxHAMdqqxhnBn8TP5LCk.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্প শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। সেই মত আজ বেল পাহাড়ির মুড়ানশোল ইন্ডকুঠির মাঠে রেশন সামগ্রী নিয়ে সকাল সকাল হাজির হয়ে যান মুড়ানশোলরের ডিলার সঞ্জয় হালদার। রেশন সামগ্রী নিতে হাজির সাধারণ মানুষজন। মুখ্যমন্ত্রীর এই দুয়ারে রেশন প্রকল্পে খুশি মুড়ানশোলবাসী। প্রতি মাসের প্রথম শুক্রবার এই দুয়ারে রেশন মুড়ানশোল ইন্ডকুঠির মাঠে দেওয়া হবে বলে জানান ডিলার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us