নার্সদের দাবি পূরণে আদালতে ১ মাস সময় চাইল রাজ্য সরকার

author-image
Harmeet
New Update
নার্সদের দাবি পূরণে আদালতে ১ মাস সময় চাইল রাজ্য সরকার

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার SSKM হাসপাতালে নার্সদের আন্দোলন একমাসের জন্য বন্ধ রাখতে বলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে এই নির্দেশ দেয় আদালত। নার্সদের দাবি বিবেচনার জন্য রাজ্য সরকার কিছু সময় চেয়েছে বলে জানিয়েছেন বিচারপতি। শুনানিতে বিচারপতি জানতে চান, কতদিনে নার্সদের সমস্যার সমাধানের রূপরেখা বলতে পারবে রাজ্য। জবাবে রাজ্যের আইনজীবী ১ মাস সময় চান। এরপর আগামী ১ মাসের জন্য নার্সদের আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দেন বিচারপতি। ১ মাস পর আদালতে সব পক্ষ এলে ফের শুনানি হবে বলে জানিয়েছে আদালত। সঙ্গে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানিয়েছেন, হাসপাতালের পরিষেবাকে ব্যহত না করে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবেন নার্সরা।