ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে প্রস্তুতি

author-image
Harmeet
New Update
ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে প্রস্তুতি। শনিবার থেকে সোমবার পর্যন্ত পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুরে পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে এনডিআরএফ ও এসডিআরএফকে। ত্রাণ শিবিরগুলিকেও প্রস্তুত করা হচ্ছে। আজ সন্ধের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদের কাছাকাছি কোনও দ্বীপে আশ্রয় নিতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতি আটকাতে কৃষকদের উদ্দেশ্যেও সতর্কবার্তা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।