জল আর মশার জোড়া যন্ত্রণা

author-image
Harmeet
New Update
জল আর মশার জোড়া যন্ত্রণা


নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরসভার সাত নম্বর বরোয় ঘুরলে মনে হতে পারে এ যেন বিবিধের মাঝে সমস্যার মহা মিলন। এলাকা জুড়ে বহুতল, শপিং মলের সঙ্গে সহাবস্থান বস্তির। কোথাও পানীয় জল নিতে মানুষকে প্লাস্টিকের নলকূপ ব্যবহার করতে হয় কিংবা পুরসভার কলে পাইপ লাগিয়ে মুখ দিয়ে জল টানতে হয়। কোথাও আবার জমা জলের সমস্যা নিয়ে সরব তাঁরা। এর সঙ্গেই রয়েছে ডেঙ্গি, ম্যালেরিয়ার যন্ত্রণা। পাল্টা যুক্তিতে বিদায়ী ওয়ার্ড কোঅর্ডিনেটর কিংবা বরো কোঅর্ডিনেটরদের দাবি, পরিস্থিতি আগের তুলনায় অনেক ভাল।