তছনছ বাগান; হাসছে মশাল বাহিনী

author-image
Harmeet
New Update
তছনছ বাগান; হাসছে মশাল বাহিনী

​​নিজস্ব সংবাদদাতাঃ পর পর জেতার পরে শেষে মুম্বইয়ের কাছে হারতে হল মোহনবাগানকে। পর পর ৫টা গোল খেল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে অনেক কষ্টে একটা গোল দিল বাগান-বাহিনী। এই নিয়ে হাসির রোল তুলেছে ইস্টবেঙ্গল সমর্থকরা। সামাজিক মাধ্যমে দেখা গেল মোহনবাগানের বিশ্রী হারকে কেন্দ্র করে লাল-হলুদ সমর্থকদের হাসি-মশকরা করতে।