গোয়ায় চার্চ ভাঙছে কেন? লোকসভায় সরব মহুয়া মৈত্র

author-image
Harmeet
New Update
গোয়ায় চার্চ ভাঙছে কেন? লোকসভায় সরব মহুয়া মৈত্র

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরা, গোয়া থেকে মায়ানগরী মুম্বই, তৃণমূল ক্রমশ জাতীয় স্তরে বিস্তার বাড়াতে তৎপর হয়েছে। কিছুদিন আগেই নিজে গোয়া সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই গোয়ার ইস্যুকে সামনে এনে সরব হলেন তৃণমূল সাংসদ। গোয়ায় চার্চ ভেঙে অবৈধ নির্মাণ কেন গড়ে তোলা হচ্ছে, সেই ইস্যুতে আজ বুধবার লোকসভায় সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এদিন তিনি উল্লেখ করেন, গোয়ায় একটি চার্চ ভেঙে অবৈধভাবে এক বিলাসবহুল হোটেল তৈরি করা হচ্ছে। আর্কিওলজিক্যাল সার্ভের অধীনে থাকা সত্ত্বেও কী ভাবে ওই চার্চ ভাঙা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। তিনি বলেন, চাপে পড়ে গোয়ার মুখ্যমন্ত্রী চার্চ ভাঙার নির্দেশ প্রত্যাহার করেছে ঠিকই, তবে ওই অবৈধ নির্মাণও ভেঙে ফেলার দাবি জানিয়েছেন মহুয়া।