ফেসবুকে অখিলেশ যাদবের নামে ‘মানহানিকর’ পোস্ট

author-image
Harmeet
New Update
ফেসবুকে অখিলেশ যাদবের নামে ‘মানহানিকর’ পোস্ট

নিজস্ব সংবাদদাতাঃ অখিলেশ যাদবের বিরুদ্ধে বিতর্কিত ফেসবুক পোস্ট আর তাঁর জেরে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।উত্তরপ্রদেশের কনৌজ জেলার একটি আদালতে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। মামলায় নাম রয়েছে জুকারবার্গ-সহ ৪৯ জনের। যদিও জুকারবার্গ নিজে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের বিরুদ্ধে কোনও ‘মানহানিকর’ পোস্ট করেননি। ফেসবুক সিইও-র নাম এফআইআরে থাকার কারণ, তাঁর সংস্থার প্ল্যাটফর্মকে ব্যবহার করেই বিতর্কিত তথা মানহানিকর পোস্টটি করা হয়েছে। কনৌজ জেলার সরাহাতি গ্রামের বাসিন্দা অমিত কুমার মামলা করেছেন মার্ক জুকারবার্গ-সহ ৪৯ জনের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, অখিলেশ যাদবের নামে ফেসবুকে দিনের পর দিন মানহানিকর পোস্ট করা হচ্ছে। সমাজবাদী পার্টি প্রধানের ইমেজকে ছোট করাই এই পোস্টগুলির উদ্দেশ্য।