New Update
/anm-bengali/media/post_banners/ub3a5V8GX21xp5pBLAaz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২১ সালের নভেম্বর মাসে সংগৃহীত মোট জিএসটির পরিমাণ ১.৩১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। জিএসটি ব্যবস্থা চালু হওয়ার পর থেকে এই পরিমাণ দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২১ সালের এপ্রিলে সর্বোচ্চ জিএসটি সংগ্রহ হয়েছিল দেশে। এই বছর নভেম্বর মাসের সংগৃহীত জিএসটি গত বছরের নভেম্বরে আদায় করা জিএসটির তুলনায় ২৫ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবর্ষের নভেম্বরে আদায় করা জিএসটির তুলনায় এই বছর আদায় হওয়া জিএসটি ২৭ শতাংশ বেশি। নভেম্বরে জিএসটি বাবদ মোট ১ লক্ষ ৩১ হাজার ৫২৬ কোটি টাকা সংগ্রহ করা হয়। যার মধ্যে সিজিএসটি হল ২৩ হাজার ৯৭৮ কোটি, এসজিএসটি হল ৩১ হাজার ১২৭ কোটি টাকা এবং আইজিএসটি হল ৬৬ হাজার ৮১৫ হাজার কোটি টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us