New Update
/anm-bengali/media/post_banners/WJpcx5cbqX3bdZ55ZfI4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সাত সকালে আবারও অশান্ত হয়ে উঠল উপত্যকা। সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল পুলওয়ামা। জম্মু-কাশ্মীরের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, বুধবার পুলওয়ামা জেলার কাসবাঁ ইয়ার এলাকায় জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে রুদ্ধশ্বাস গুলির লড়াই শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছেন নিরাপত্তারক্ষীরা বলে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us