নিজস্ব সংবাদদাতাঃ অনেকে পিরিয়ডসের সময় শারীরিক সম্পর্কে ভয় পান, বাচ্চা এসে যাওয়ার ভয়ে। অর্থাৎ তাঁরা মনে করেন, এই সময় কোনও প্রোটেকশন ছাড়া সেক্স করলে গর্ভবতী হয়ে পড়ার সম্ভাবনা আছে। কিন্তু একথা খানিকটা ভুল। বরং, এই সময় সন্তান সম্ভাবনার আশঙ্কা কম থাকে। তবে, একেক নারীর ওভুলেশন সাইকেল একেকরকম। তাই এই ব্যাপারে, মানে আপনার ‘সেফ টাইম’ কোনটা, তা জানার জন্য চিকিৎসকের পরামর্শ নিন। আপনার মাসিক ঋতুচক্রের বেশ কয়েকটি তারিখ বললেই তিনি হিসেব কষে বের করে দিতে পারবে আপনার Safe Days।