সত্তরোর্ধদের যৌনজীবনেও আছে উত্তেজনা!

author-image
Harmeet
New Update
সত্তরোর্ধদের যৌনজীবনেও আছে উত্তেজনা!


নিজস্ব সংবাদদাতাঃ ইংল্যান্ডে ৫০ থেকে ৯০ বছর বয়সী ৭,০০০ জন পুরুষ ও মহিলার যৌনঅভ্যেস নিয়ে সমীক্ষা চালিয়েছিল ইন্ডিপেন্ডেন্ট.ইউকে। সমীক্ষায় দেখা গিয়েছে সত্তরোর্ধ অর্ধেক পুরুষ ও প্রায় এক তৃতীয়াংশ মহিলার যৌনজীবন এখনও সক্রিয়। তবে যৌনসমস্যাও রয়েছে। যৌনজীবনে সক্রিয় অনেক মহিলাই অ্যারাউজাল বা অরগ্যাজম সংক্রান্ত সমস্যায় ভোগেন। পুরুষদের মধ্যে দেখা যায় ইরেকশন ও দীর্ঘ সময় ইরেকশন ধরে রাখার সমস্যা।