কৃষি দফতরের উদ্যোগে সচেতনতার পদযাত্রা

author-image
Harmeet
New Update
কৃষি দফতরের উদ্যোগে সচেতনতার পদযাত্রা

নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুর : এগরা





এগরা ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে সচেতনতার পদযাত্রা



 ধানের খড় না পুড়িয়ে আয় বাড়ান-এই অঙ্গীকারকে সামনে রেখে ও আমজনতার মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে র‍্যালির আয়োজন করা হয়। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লক কৃষি দফতরের উদ্যোগে আয়োজিত হয় সচেতনতামূলক পদযাত্রা। এ দিন এগরা-২ ব্লকের বালিঘাই বিডিও অফিস থেকে র‍্যালি শুরু হয়ে স্থানীয় বাজার পরিক্রমা করে ব্লকে এসে শেষ হয়। সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি ও স্থানীয় মানুষজনেরা এই সচেতনতা পদযাত্রায় সামিল হন। এগরা-২ এর বিডিও কৌশিষ রায় জানিয়েছেন, "ধানের খড় পোড়ানোর ফলে দূষণ বাড়ছে। ফলস্বরূপ কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড ও অন্যান্য ক্ষতিক্ষারক গ্যাস উৎপন্ন হয়। এরজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমান্নতা হ্রাস করে, বিশেষত শীতকালে যানবাহন ও বিমান চলাচল খুবই বিঘ্নিত করে। উৎপন্ন গ্রিন হাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। সর্বোপরি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ট্যাবলোর মাধ্যমে মাইকিং করে প্রচার অভিযান চালানো হচ্ছে।" এ দিন আয়োজিত সচেতনতামূলক পদযাত্রায় উপস্থিত ছিলেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, ব্লক কৃষি আধিকারিক পঞ্চানন ঘোষ প্রমুখ।