এবার পুরুষ সাংসদদের সঙ্গে সেলফিতে থারুর!

author-image
Harmeet
New Update
এবার পুরুষ সাংসদদের সঙ্গে সেলফিতে থারুর!


নিজস্ব সংবাদদাতা :
পার্লামেন্টে অধিবেশন শুরুর প্রথম দিনই ৬ মহিলা সাংসদের সঙ্গে ফটো পোস্ট করে বিতর্কের শীর্ষে পৌঁছেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। উঠেছিল লিঙ্গ বৈষম্যের অভিযওগ। তিনি যৌনবাদী বলেও ইঙ্গিতপূর্ণ কমেন্ট করা হয়েছে ট্যুইটারে। এই ঘটনার পরের দিনই আরেকটি ছবি পোস্ট করলেন থারুর। অধিবেশনের দ্বিতীয় দিন তিনি ৬ জন পুরুষ সাংসদের সঙ্গে ফটো পোস্ট করেছেন। কিন্তু সেগুলো যে ভাইরাল হবে না সেই ইঙ্গিতও করেছেন তিনি।