New Update
/anm-bengali/media/post_banners/eRhgIotmpxyahS7ohP8V.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুল ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি ঝড়ে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ডজনেরও বেশি মানুষ।
ইস্তানবুলের এসনিউর্ত ও সুলতানগাজী জেলায় দুই নারী নিহত হয়েছেন। আর জংগুলডাক প্রদেশে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল এক শ্রমিকের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন।ইজমির, কোকেলি এবং বুশরা প্রদেশে সাগরে জল বেড়েছে এবং বাড়ির ছাদ উড়ে যেতে দেখা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us