''Burn Calories Not Fuel'' এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে উদ্যত ৩ যুবক

author-image
Harmeet
New Update
''Burn Calories Not Fuel'' এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে উদ্যত ৩ যুবক

দিগবিজয় মাহালী, ডেবরাঃ  ''Burn Calories Not Fuel'' (ওজন কমান জ্বালানি নয়) এই বার্তা নিয়ে ছত্তিসগড়ের রাইপুর থেকে ৭ অক্টোবর বেরিয়েছেন ৩ যুবক। পায়ে হেটে এই বার্তা মানুষের কাছে পৌছে দিচ্ছেন তাঁরা।সোমবার রাতে তাঁরা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এসে পৌঁছায়। অজিতেশ শর্মা-উত্তরপ্রদেশ, অমিত পাশয়ান-ঝাড়খণ্ড, সৌরভ দেবাংগন-রাইপুর ছত্তিসগড়। এদের কাছে একটি করে ব্যাগ রয়েছে আর একটি করে ভারতের জাতীয় পতাকা।এই ভাবেই তাঁরা হেঁটে চলেছে রাস্তার পর রাস্তা। এখন তাদের লক্ষ কলকাতা পৌঁছানো।এই ভাবে ভারতের ২৯ টি রাজ্য তাঁরা ভ্রমণ করবে। অজিতেশ শর্মা বলেন, ''আমরা যদি ১০০ মিটার থেকে ৫০০ মিটার এই ছোট ছোট দূরত্ব পায়ে হেঁটে যাতায়াত করি, মোটরবাইক ব্যবহার না করি তাহলে মানুষের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে,এছাড়াও পেট্রোল বাঁচবে, ট্রফিক নিয়ন্ত্রণে থাকবে। পরিবেশ দূষণ অনেকটা কম হবে।'' এই ভাবে এই বার্তা নিয়ে প্রায় সাড়ে ৩ বছর ভারতের ২৯ টি রাজ্য ভ্রমণ করবেন। এই লক্ষ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন তাঁরা।