মিথুন রাশির যৌন চাহিদা কেমন!

author-image
Harmeet
New Update
মিথুন রাশির যৌন চাহিদা কেমন!

নিজস্ব সংবাদদাতাঃ মিথুন রাশির জাতকদের মধ্যে একটা অন্যরকম চার্ম থাকে যার ফলে তাদের প্রতি সবারই একটা আকর্ষণ তৈরী হয় এবং এরা বিছানায় খুব ভাল পারফর্ম করতে পারেন। এরা সেক্সের সময়ে পার্টনারকে উত্তেজিত করে তোলেন, যেহেতু সব কাজেই এরা তাড়াহুড়ো করেন, তাই এদের সেক্স লাইফও এর বাইরে পড়ে না। এরা বেশিরভাগ সময়েই ‘quickies’ পছন্দ করেন।