New Update
/anm-bengali/media/post_banners/3V7WnbCfc9qRoqz0Fmfr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কাঁধের সমস্যার জন্য ঋদ্ধিমান সাহা উইকেটের পিছনে দাঁড়াতে পারলেন না। আজ কানপুর টেস্টের শেষ দিনে ঋদ্ধিমানের বদলে উইকেটের পিছনে আনা হল কেএস ভারত। এদিন সামাজিক মাধ্যমে তা জানিয়ে দেন বিসিসিআই। বিসিসিআই এদিন বলে, "দ্বিতীয় ইনিংসে কিপিং করার সময় ঋদ্ধিমান কাঁধের টান অনুভব করেছেন। উইকেট-কিপিংয়ের সময় তাঁর নড়াচড়ার ক্ষেত্রে যা প্রভাব ফেলেছে। ঋদ্ধিমানের অনুপস্থিতিতে কেএস ভারত পঞ্চম দিনে উইকেট কিপিং করবেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us